অনলাইন ডেস্ক:-
সাভারে স্ত্রী-সন্তানের সামনেই ছুরিকাঘাত করে সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে হত্যা করেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকার রাঙ্গাবন নার্সারির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া রংপুরের বদরগঞ্জ থানার সাকুয়াপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুরে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের স্বজনরা জানান, সোহেল মিয়া স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রংপুর থেকে দূরপাল্লার বাসযোগে আজ ভোরে সাভারের রাঙ্গাবন নার্সারির সামনে এসে নামেন। এ সময় ছিনতাইকারীরা সোহেলকে ধরে তার কাছে থানা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সোহেল বাধা দিলে স্ত্রী-সন্তানের সামনেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইতারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply