সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):-
গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘটনায় গ্রেফতার গৃহবধূর স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। মৃতার নাম ফেনালি বিশ্বাস। জানা যায়, শুক্রবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে যে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। খবর পেয়েই আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় বাড়ির উঠান থেকে মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে খুনের ঘটনায় সন্দেহের ভিত্তিতে মৃত মহিলার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Leave a Reply