সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):-
পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল ১১জনের। মৃতদের মধ্যে ৪জন শিশুও রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের খামারিয়ার ভালোদা বাজারে একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, পিকআপ গাড়িতে যাতায়াতকারী সবাই একই পরিবারের আত্মীয় ছিলেন। এরা সকলেই খিলোরা গ্রামে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে অর্জুনি গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পিকআপ ট্রাকে থাকা সব যাত্রীকে বের করে আনা হয়। মৃতদের ময়নাতদন্তের জন্য প্রেরণ করার পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এনিয়ে ভাটাপাড়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ বাঘেল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গভীর রাতে ভালোদা বাজার- ভাটাপাড়া জেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ গাড়ির সংঘর্ষের ফলে ১১ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও শনাক্ত করা যায়নি।
Leave a Reply