অনলাইন ডেস্ক:-
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) এবং মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)।
তাড়াশ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, কুদ্দুস হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করার পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এর বেশি বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ২০/২৫ জন মুখোশধারী দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কাছ থেকে চার রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ নয় বছর দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পাশাপাশি তিনি পাঁচ বছর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের বড় ছেলে এস এম রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।