অনলাইন ডেস্ক:-
রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলশিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশরহাট দিনান্ত সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৭) ও ভ্যানচালক মোবারক হোসেন (৫৫)। তারা দুজনে নাকইল গ্রামের বাসিন্দা। মোস্তাফিজুর কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোস্তাফিজুর সকালে কেশরহাট বাজার থেকে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে দিনান্ত সিনেমা হল মোড়ে ভ্যানটি ডানে মোড় নেয়। এ সময় নওগাঁ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ও যাত্রী দূরে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিক্ষক মোস্তাফিজুর মারা যান। এ ঘটনায় ওই ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে মারা যান।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
Leave a Reply