সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের নীচ থাকা এক অজ্ঞাত পাগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল শিকদারের সহযোগিতায় দাফনকাজ সম্পূর্ণ করেছে বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভুলতা ফ্লাইওভারের নীচে পড়ে থাকা লাশটি পথচারীরা দেখে ভুলতা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ঘটনার সংবাদ পেয়ে থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদার ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্রলীগের নেতা আলী মোল্লাকে দিয়ে ফয়সাল সিকদারের সহযোগিতায় লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পোস্টমডেম করে স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ শেষ করেন।