সুজন চক্রবর্তী, আসাম( ভারত):
শেষ পর্যন্ত দিল্লির মন্ত্রী সভা থেকে ইস্তফা দিলেন সিবিআই হেফাজতে থাকা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মঙ্গলবার সিবিআইয়ের গ্রেফতারিকে অবৈধ ঘোষণর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মণীশ। কিন্তু শীর্ষ আদালতে ও স্বস্তি পাননি আম আদমি পার্টির প্রথম সারির নেতা। জামিন না পেয়ে মঙ্গলবারই দিল্লি মন্ত্রী সভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ও সত্যেন্দ্র জৈন এর ইস্তফাপত্র গ্রহন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন মণীশ সিসোদিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলের শীর্ষ নেতা। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় রবিবার উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। সোমবার আদালতে হাজির করানো হয় সিসোদিয়াকে। তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মনে করা হচ্ছে, স্বচ্ছ ভাবমৃর্তি রক্ষা করতেই মণীশের ইস্তফাপত্র গ্রহন করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
Leave a Reply