সুজন চক্রবর্তী, আসাম(ভারত)প্রতিনিধিঃ
আসামরাজ্যের উত্তর করিমগঞ্জের পানিঘাট জিপির বাগেরসাঙ্গন গ্রামে মাদক বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল গিরিশগঞ্জ পুলিশ। সোমবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। আনুমানিক ৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি এক যুবককে গ্রেফতার করা হয়। জানা যায়, এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাগেরসাঙ্গন গ্রামের জনৈক বশির উদ্দিনের ছেলে ফয়সল আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করেন গিরিশগঞ্জ পুলিশ আউট পোস্টের ইনচার্জ সুরজ দত্ত। এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৫টি প্যাকেটে ১৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে উদ্ধার করা হয় নগদ টাকা ও। এই অভিযানের খবর পেয়ে ফয়সল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের দল। এরপর তাকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।