1. admin@dailypratidinerbarta.com : admin :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন রাজউক প্লান আর অনুমোদনহীন ভবনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির মুন্সীগঞ্জের লৌহজংয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ শেখ হাসিনার নামে যত মামলা

জমকালো আয়োজনে নারী আইপিএলের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:-
নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ডব্লিউপিএল। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনা-বেচা চলে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বেশ জমকালোভাবে। মঞ্চে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ও কৃতি স্যাননের নাচের তালে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়ে যায়। আসরের থিমসংয়ে মুগ্ধ করেছেন পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন।

শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরই গড়ায় আসরের প্রথম ম্যাচ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী। এরপর শুরুতেই মঞ্চে আসেন কিয়ারা আদবানি। এরপর একে একে কৃতী শ্যানন ও এপি ধিলোন। কিয়ারা আদবানি ‘‌ক্যায়া বাত হ্যায়’‌, ‘‌শাওন মে লাগ গায়ি আগ’‌, ‘‌হরে রাম হরে কৃষ্ণ’‌, ‘‌মোহে মারে নজরিয়া সাওরিয়া রে’‌, ‘‌যুগ যুগ জিও’‌, ‘‌বিজলি’‌র মতো জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করে শুরুতেই মাতিয়ে দেন দর্শকদের।

টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ৫ দলের অধিনায়করা
এরপর মঞ্চে আসেন কৃতী শ্যানন। তখন স্টেডিয়ামে বাজছিল চাক দে ইন্ডিয়ার গান। পরে উইমেন্স প্রিমিয়ার লিগের পতাকা হাতে মঞ্চে আসেন কৃতী। ‘‌সুইটি তেরা ড্রামা’‌, ‘‌বরেলি কি বরফি’‌র গানে তিনি কোমর দোলান। দুই বলিউড অভিনেত্রীর পর মঞ্চে আসেন এপি ধিলোন। ব্রাউন মুন্ডে, ইনসেন-সহ নিজের একাধিক জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন।

বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা মঞ্চে উঠেন। এরপর ডেকে নেওয়া হয় পাঁচ দলের অধিনায়কদের। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন।

নারীদের আইপিএলে প্রথম সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ। দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন। পরবর্তীতে ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park