অনলাইন ডেস্ক:-
বগুড়ার শেরপুরে আনিছুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. তছলিম উদ্দিন ওরফে তছু (৪১) বগুড়ার শেরপুর উপজেলার চন্ডেরশ্বর এলাকার মো. গোলাম হোসেনের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুরের চন্ডেরশ্বর গ্রামের ফারুক হোসেন (২৫) ও ছোট টুনিপাড়া গ্রামের আব্দুল আলিম (২৭)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জুন শেরপুরের আলতাদিঘী গ্রামের বোডেরহাট তিন মাথা মোড়ে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে আনিছুরকে ছুরিকাঘাত ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনিছুরের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে শেরপুর থানায় মালমা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পরে আদালতের আদেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply