অনলাইন ডেস্ক:-
গুলিস্তানে বিস্ফোরণস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। তবে এসব অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে বের হতে পারছে না উৎসুক ভিড়ের কারণে।
সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভবনটিতে লেডার (সিঁড়ি) লাগিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। তবে উৎসুক জনতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। হাজার হাজার মানুষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তাদের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না।
প্রত্যক্ষদর্শী মিরন বলেন, বিস্ফোরণ হওয়া ভবন থেকে ১০০ গজ দূরে একটি চা স্টলে বসে চা খাচ্ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় চা স্টলসহ পুরো এলাকা কেঁপে উঠেছিল। পরে আমরা কয়েকজন দৌড়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ভবনের নিচে অনেক মানুষ পড়ে আছে।
ভবনটিতে সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণে সাততলা ভবনের ৪ তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনের পাশের দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিস্ফোরিত হওয়া ভবনের বাম পাশের একটি ভবনের তিনতলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিস্ফোরণের কারণ ও ক্ষতিগ্রস্ত ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করতে ঘটনাস্থলে সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিটের দল এসেছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করতে ডিএমপি কমিশনার উপস্থিত রয়েছেন।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
Leave a Reply