অনলাইন ডেস্ক:-
রাজধানীর গুলিস্তানের আলু বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইনট্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৫৭ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে।
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় সদরঘাট থেকে সাভারগামী একটি বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলে থাকা ওয়াহিদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাসটি সদরঘাট থেকে সাভার যাচ্ছিল। এটি বিস্ফোরণের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। বাসটির নাম সাভার পরিবহন। এর নম্বর ঢাকা মেট্রো গ ১৫-৪৩২৮। বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। ভেতরে প্রায় সবাই আহত হয়েছেন।
একই সময় রাস্তার উল্টো পাশে যত গাড়ি ছিল সব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওয়াহিদুজ্জামান।