সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে নেমে করিমগঞ্জজেলার পাথারকান্দির ভারত- বাংলা সীমান্তের নতুন চান্দপুর এলাকা থেকে ভারতীয় জাল নোট সহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায়, গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটলিয়ন পাথারকান্দি থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টায় পাথারকান্দি থানাধীন নতুন চান্দপুর গ্রাম থেকে ১৫ লক্ষ ৪৪ হাজার টাকার ভারতীয় জালনোট উদ্ধার করে। পাশাপাশি একান্ডে জড়িত থাকা নিজামউদ্দিন লস্কর নামক একব্যক্তিকে আটক করে। পরে উদ্ধারকৃত জালনোট সহ আটক ব্যক্তি নিজামকে পাথারকান্দি থানা পুলিশের কাছে সমঝে দেয় সেনাবাহিনী। ধৃতব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply