সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
দোকানের ভিতরে স্বামী- স্ত্রী বাকবিতন্ডার জের স্ত্রীকে খুন করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় ভারতের আসামরাজ্যের তিতাবরে এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে। তিতাবরের তিনআলি এলাকায় নিজের দোকানে স্বামী নৃশংসভাবে স্ত্রীকে খুন করে। সন্ধ্যায় পারিবারিক বিবাদ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং দোকানের শাটার বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ দোকানের শাটার না খোলায় স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনগন খবর দেন তিতাবর থানা পুলিশকে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার খুলে দেখতে পায় দোকানের নিচে পড়ে রয়েছেন যুথিকা বরা এবং স্বামী পংকজ বরাকে দোকানের ভিতরে বসে রয়েছেন। পুলিশ যুথিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। স্বামী পংকজ বরাকে গ্রেফতার করেছে তিতাবর থানা পুলিশ। স্থানীয় জনগণ সন্দেহ করছেন পারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে হত্যা করল স্বামী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।