সুজন চক্রবর্তী, আসাম( ভারত)প্রতিনিধিঃ-
রতের অরুণাচল প্রদেশের বোমডিলার কাছে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও সহ পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারটি সেঞ্জ থেকে মিসামারি উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই হেলিকপ্টারের সঙ্গে এটিএস এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বোমডিলার পশ্চিম দিকে মানডালার মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। পরে হেলিকপ্টারের পাইলট এবং সহ পাইলটের মৃতদেহ খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। বতর্মানে তল্লাশি অভিযান চলছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে। মৃত সেনা দু’জন হলেন লেফটেন্যান্ট কোল ভিভিবি রেড্ডি ও মেজর জয়ন্ত।
Leave a Reply