সাইদ ফারহান,ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭মার্চ)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানাসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উপস্থিতিতে র্যালী ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তার, মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোজ্জাম্মেল হক কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু,আবু মুসা ও সংগঠনের নেতাকর্মী, সরকারি এম এমন কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক সুমন বাবুসহ অনুষ্টানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিক দলীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply