সাজ্জাদ আহম্মেদ খোকন, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ শহরের কালির বাজার ফ্রেন্ডস মার্কেট এর দ্বিতীয় তলায় (৬ নং গলি) স্বপ্ন বুটিকস্ কর্ণারের শুভ উদ্বোধন হলো।
১৫ মার্চ বুধবার বাদ আসর।
স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও স্বপ্ন বুটিকস্ পরিচালক নারী উদ্যোক্তা রিপা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে শুভ উদ্বোধন আয়োজনে ফেন্ডস মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন ছাড়াও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব তিলক্তমা নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট রহিমা শরিফ মায়া, সেক্রেটারি শিমুল, মেম্বার আলিনুর
,রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ ডান্ডির মেম্বার শামিম, শাহিন,
পানকৌড়ির রন্ধন শিল্পী পান্না,,
আধুনিকা যুব নারী সংস্থা'র সভাপতি শারমিন আমিন ও সক্রেটারী ফারজানা,
নারায়ণগঞ্জবাসী গ্রুপের এডমিন রুমা ও রাজিব,
স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারী বিথী , সহ সেক্রেটারী রাফিদুল, কোষাধ্যক্ষ রিমু,সদস্য মেহেদী, মুক্তাদী, রাফায়াত, তালিমুল,
আবৃত্তি শিল্পী সবুজ রয় সহ প্রমূখ।
এ সময় রিপা আক্তার বলেন, আজ আমাদের সংগঠনের সফলতার একটিদার উন্মোচিত হলো। আমাদের নিজস্ব নারী ও শিশুদের তৈরী পোষাক নিয়ে এই পোশাক হাউজের যাত্রা শুরু করলাম । এখানে রয়েছে আমাদের নারীদের নিজস্ব তৈরি সুই সুতার কাজ,ব্রক,প্রিন্ট এর কাজ,হ্যান্ড পিন্টের কাজের শাড়ি,থ্রি পিছ ও ুশিশুদের আধুনিক ও নান্দনিক পোশাক। আপনারা আমাদের পেজে বা সরাসরি এসে আপনার পছন্দের জামা ও শাড়ি অতি সহজে ক্রয় করতে পারেন।