সুজন চক্রবর্তী, আসাম( ভারত)প্রতিনিধিঃ-
ভারতের উত্তরপ্রদেশের আলুর হিমঘর ভেঙে পড়ে নিহত হয়েছেন অন্তত ৮ জনের। পুলিশ সূত্রে জানা যায়, এখনও বেসমেন্টে বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ১১জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার সকালে হঠাৎ ধসে পড়ে উত্তরপ্রদেশের সম্বলপুরের একটি হিমঘর। পুলিশের তরফে জানানো হয়, কয়েকদিন আগেই তৈরি হয়েছিল ওই বাড়িটি। তার নীচের তলায় আলু মজুত রাখতে হিমঘর তৈরি করা হয়। শুক্রবার সকালে গোটা বাড়িটিই ধসে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে তার আগে স্থানীয় জনতার উদ্যোগে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ধ্বংসস্তূপের নীচ থেকেই উদ্ধার হয় ৮ জনের মৃতদেহ। জীবিত অবস্থায় ১১ জনকে উদ্ধার করা গেলও তাঁরা গুরুতরভাবে আহত। অন্তত ২০ জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। সম্বলের এসপি চক্রেশ মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, " ধ্বংসস্তূপ সরানোর পরেই ভেঙে পড়ার আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই বাড়ির ২ মালিককে আটক করা হয়েছে। আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক"। স্থানীয় এলাকাবাসীর দাবি, হিমঘরটি বেশ কিছুদিন আগে থেকেই বিপজ্জনক হয়ে উঠেছিল। তা সত্ত্বেও কেন সতর্ক হয়নি মালিকরা। উঠছে বিভিন্ন প্রশ্ন।