সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জীবনের একমাত্র লক্ষ্য হল বলিউডের সুপারস্টার সলমান খানকে খুন করা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সাফ জানালেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জেলে বসেই সেই ছক কষছেন তিনি। লরেন্স আরও জানিয়েছেন, কৃষ্ণসার হরিণ হত্যার জন্য যদি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চান সলমান, তাহলে এক বিষয়। তা না হলে চরম শাস্তি পেতে হবে ভাইজানকে।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত নিস্কৃতি দিয়েছে বলিউড সুপারস্টারকে। তারপরে ও কিছু ছাড়ছে অস্বস্তির অতীত। সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই জানিয়েছেন, " সলমানকে ক্ষমা চাইতেই হবে। বিকানেরের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। আমার জীবনের লক্ষ্যই হল সলমানকে খুন করা। যেদিন ওঁর সঙ্গে দেহরক্ষী থাকবে না, সেদিন প্রাণে মেরে ফেলব। " তবে লরেন্স বিষ্ণোই জানিয়েছেন, " সলমান ক্ষমা চাইলে ঝামেলার নিস্পত্তি হতে পারে। সঙ্গে এ ও বলেছেন, সলমান ভীষণ একগুয়ে। মুসেওয়ালাও ওঁর মতো ছিল। সলমানের জেদ রাবণের চেয়েও বেশি। শুক্রবারই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জানিয়েছিলেন, কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। তিনি বলেন, " আমাদের সমাজ সলমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। ওঁর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু সলমান কখনও ক্ষমা চাননি।" যদি ক্ষমা না চান তবে যে কোনও ধরণের ঘটনার জন্য তৈরি থাকতে হবে ওঁকে। " আমি কারও কথা শুনব না।" ২০১৮ সাল থেকেই বিষ্ণোইয়ের ক্যাডারে রয়েছেন টাইগার থ্রির নায়ক। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তাঁর এক সহযোগীকে গ্রেফতার ও করে পুলিশ। মাঝে পাঞ্জাবের ডিজিপি জানান, লরেন্স বিষ্ণোয়ের সাঙ্গপাঙ্গরা মুম্বাইয়ে গিয়ে সলমান খানের বাড়ির আশেপাশের রেইকি পর্যন্ত করে ফেলেছিল। সুপারস্টাররে পনভেলের ফার্ম হাউজে ঢোকার মুখে ও হত্যার ছক কষেছিল।