সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
রকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। মঙ্গলবার সকাল ১১ টায় দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনানের বরুন্দা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ গাড়ির আরোহীদের মৃতদেহগুলি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কোলাঘাটের দিক থেকে একটি ৪ চাকা গাড়ি কলকাতা মুখী লেন ধরে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল হাওড়া থেকে দিঘাগামী একটি সরকারি বাস। বরুন্দার কাছে গাড়িটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর মুখী লেনে চলে যায় ডিভাইডার টপকে। সেই সময় উল্টোদিক থেকে আসা দিঘাগামী বাসটির সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। তার জেরে গাড়িটির অর্ধেক অংশ বাসের নীচে ঢুকে যায়। দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার পুলিশ। অনেক চেষ্টায় গাড়িটিকে বাসের নীচ থেকে বার করা হয় ক্রেণের সাহায্যে। কিন্তু গাড়িটির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে যায় যে সামনের আসনে যাঁরা বসেছিলেন তাঁরা একেবারে পিষে যান। গাড়িটির পিছনের দিকের দরজা ও খোলা যাচ্ছিল না। শেষমেশ পুলিশ গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে উদ্ধার করে মৃতদেহগুলি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট হয় জাতীয়সড়কের হাওড়ামুখী লেনে। পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা করছে।
Leave a Reply