সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
পিএমএওয়াই তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাননি আসামরাজ্যের কাছাড়জেলার বড়খলা চানপুরের এক অসহায় মহিলা। এনিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বতর্মানে দিশেহারা হয়ে পড়েছেন বড়খলা বড়যাত্রাপুর জিপি অন্তগর্ত চানপুরের বাসিন্দা সালেমা বেগম তালুকদার। সোমবার কাছাড় জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সালমা বেগম তালুকদার জানান, স্বামী মারা যাওয়ার ১৭ বছর পর তিনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জবকার্ড, বৃদ্ধভাতা ও অরুণোদয় সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুবিধা এখনও তাঁর কপালে জোটেনি। পিএমএওয়াইর লিস্টে নাম থাকলেও এখনও ঘর পাননি তিনি। বিষয়টি নিয়ে জিপি সভাপতি সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। জিপির মেম্বার থেকে শুরু করে সকলেই তাকে মাসের পর মাস ঘোরাচ্ছেন বলে অভিযোগ করেছেন সালমা। তাই শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পিএমএওয়াই দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
Leave a Reply