সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে স্বামী। এই খবর পেয়েই শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সমরনগর ডিজে মোড় এলাকার ঘটনা। জানা যায়, ২০১৭ সালে সমরনগর ডিজে মোড়ের বাসিন্দা রিন্টু দাস ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্লা রায়কে বিয়ে করে। বিয়ের পর থেকে শুক্লাকে ৩৮ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে রেখেছিল রিন্টু। সবকিছু ঠিকঠাকই ছিল। সপ্তাহে ৩- ৪ দিন স্ত্রীর সঙ্গে থাকতো রিন্টু। বাকি দিন পরিবারের সঙ্গে থাকতো। অভিযোগ, রিন্টু তার বিয়ের কথা পরিবারকে জানায়নি। এদিকে গত জানুয়ারি মাসে আশিঘরের এক যুবতীর সঙ্গে রিন্টুর বিয়ে ঠিক করে পরিবারের সদস্যরা। এরপর রিন্টুর বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। সামাজিক মাধ্যমে শুক্লা জানতে পারেন তার স্বামী আবার বিয়ে করতে যাচ্ছেন। এরপর তিনি একাধিকবার রিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে স্বামীও যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনার পর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্ত্রী শুক্লা। গোটা বিষয়টি নিয়ে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্তকে জানান শুক্লা। এদিকে দুলাল দত্ত ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বিষয়টি জানান। এরপর রবিবার সন্ধ্যায় শুক্লা শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে। এরপর থেকে পলাতক স্বামী রিন্টু সহ পরিবারের সদস্যরা। শুক্লা রায় সাংবাদিকদের জানান, ২০১৩ সালে আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। প্রথম পক্ষের ২ সন্তান ও রয়েছে। পরবর্তীতে রিন্টুর সঙ্গে পরিচয় হয়। সবকিছু জেনেই ২০১৭ সালে আমাকে বিয়ে করে রিন্টু। বর্তমানে জানতে পারি রিন্টু ফের বিয়ে করতে যাচ্ছে। এরপরই ধর্নায় বসেছি। যতক্ষন না পর্যন্ত স্বামী ও শ্বশুর বাড়িতে জায়গা না হয় ততক্ষণ অবধি ধর্না চলবে।
Leave a Reply