সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ সোমবার রূপগঞ্জ উপজেলার সাওঘাট বাগান বাড়ীতে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিভা কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক শামীমা আক্তার ঝুনু, সহকারী শিক্ষক মনোরঞ্জন দাস, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, মীর শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান ভুইয়াসহ স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও সাওঘাট এলাকাবাসী। আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান অত্যন্ত ভাল। প্রতি বছরই এ স্কুল থেকে বেশ কয়েকজন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। মেধা তালিকায়ও প্রতিভা কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল শীর্ষে। এখানে সিসি টিভি দ্বারা প্রতিটি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রন হয়। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এ স্কুলটি রূপগঞ্জে প্রতি বছরই সেরার তালিকায় স্থান করে নেয়। তারা বলেন প্রতিভা কিন্ডারগার্টেন প্রতিটি ছেলে মেয়েদের মাঝে প্রতিভা ছড়িয়ে দিচ্ছে। পরে ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply