সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
আড়াই কোটি টাকার সোনা সহ এক পাচারকারীকে ধরল বিএসএফ। শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের পেট্রাপোলে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা ৪ কিলোগ্রাম ৬৬৭গ্রাম ওজনের ৪০ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। আটক করা সোনার মোট মূল্য ২ কোটি ৭৮ লক্ষ টাকা। জানা যায়, গোপনসূত্রে মারফত সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানরা জানতে পারেন পেট্রাপোল বর্ডার থেকে সোনা পাচারের কথা উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনে তড়িঘড়ি গঠন করা হয় অনুসন্ধান দল। কিছুক্ষণের মধ্যেই বর্ডার পেরিয়ে ভারতে প্রবেশ করে সন্দেহজনক একটি ট্রাক। ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে জওয়ানরা প্রথমে দেখতে পান মাছ। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে জওয়ানরা দেখতে পান মাছের তলায় সাজানো সোনার বিস্কুট। উদ্ধার হয় ৪০ টি সোনার বিস্কুট। যার ওজন ৪কিলোগ্রাম ৬৬৭ গ্রাম। সোনার মোট মূল্য ২ কোটি ৭৮ লক্ষ ৫৭ হাজার ৫৬১ টাকা। ট্রাকের চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানায়, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছে। ট্রাকের মালিক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম। জানা যায়, ভারতে আসার পর মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তর করার কথা ছিল কিন্তু তার আগেই ছক বানচাল।