সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
য়ের মধ্যে লাগানো একটি বেল্ট। তার মধ্যে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সহ একটি গিরিরাজ পায়রা উদ্ধার হল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যছড়ায় শহরের প্রধানপাড়া হাটে। মনে করা হচ্ছে পায়রা হিমাচল প্রদেশ থেকে এসেছে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী সংলগ্ন প্রধানপাড়া হাট এলাকা থেকে উদ্ধার হয়েছে পায়রাটি। তার পায়ে লেখা রয়েছে একব্যক্তির নাম ও মোবাইল নম্বর ও ঠিকানা সহ কিছু তথ্য। পায়রাটিকে কিছুটা অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এলাকার বাসিন্দা দুলাল সরকার। নাম ঠিকানা ও মোবাইল নম্বর সহ এমন একটি পায়রা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। মনে করা হচ্ছে, প্রশিক্ষিত এই পায়রার মাধ্যমে কোনও তথ্য আদানপ্রদান করা হয়ে থাকতে পারে। প্রাচীন যুগে যখন ডাক ব্যবস্থা ছিল না। তখন এভাবেই রাজা মহারাজারা পায়রার মাধ্যমে চিঠি আদানপ্রদান করতেন। তবে কি পায়রাটি কোনও গুপ্তচরের কাজ করছে? স্থানীয় বাসিন্দারা অন্তত এমনটাই মনে করছেন। এলাকার স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস ও দুলাল সরকার সাংবাদিকদের জানান,এই এলাকায় পায়রাটি এসেছে। অসুস্থ অবস্থায় পায়রাটিকে উদ্ধার করেছেন তারা। সেবা শুশ্রুষা করে ছেড়ে দেওয়া হবে পায়রাটিকে, এমনই জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।