খায়রুল ইসলাম হৃদয়.স্টাফ রিপোর্টারঃ-
মঙ্গলবার বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে খাস মোজাদ্দেদিয়া তরিকা বড় রায়পাড়া খানকার উদ্যোগে ড,আব্দুল মান্নান সরকার সাহেবের বাড়িতে আত্মশুদ্ধির লক্ষ্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন খাস মোজাদ্দেদিয়া তরিকার প্রধান খলিফা মোহাম্মদ শামীম আখতার মাদ্দাজিলুহুল আলী।অন্যান্যদের মাঝে ধর্মীয় বিষয়াদি নিয়ে মূল্যবান ওয়াজ করেন তফসিরে মাযাহারীর অনুবাদক মাওলানা এ.বি.এম মাইনুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশনের লেখক মাওলানা আবদুল মালেক,তফসিরে মাযহারীর অনুবাদক মাওলানা মোহাম্মদ অহিদুল্লাহ, মাওলানা মোহাম্মদ মহসিন প্রমুখ।
বড় রায়পাড়া খানকার খাদেম ড.আব্দুল মান্নান সরকার ও খলিফা আজহারুল ইসলাম সরকার হারুন এর সার্বিক ব্যবস্থাপনায় হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
Leave a Reply