সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর বাইপাসে ঘুংগুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রেংটির বাসিন্দা শ্যামল দাস নামে ৪২ বছরের এক ব্যক্তি হেঁটে যাওয়ার পথে এক বাইক চালক তাকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত অবস্থায় শ্যালমকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ দুর্ঘটনায় বাইক চালক ও আহত হয়েছেন বলে জানা গেছে। শ্যামল দাসের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply