পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
পাবনা আমিনপুর থানা এলাকার ঢালারচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে মার্চ মঙ্গলবার ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির এমপি, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সবুর আলী, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ মোল্লা, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান,পাবনা জেলা পরিষদের মহিলা সদস্য আনোয়ারা আহম্মেদ, আমিনপুর থানার পুলিশ পরিদর্শক আনিছুর রহমান, ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অত্র বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
এর আগে দুপুরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ঢালারচর এলাকার খয়ের চড়ে প্রস্তাবিত রাস্তা ও ব্রিজের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ঢালারচরে উন্নয়নের জোয়ার বইবে এবং ঢালার চর হবে একটা অত্যাধুনিক শিল্প নগরী। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঢালারচর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মনোমুগ্ধকর অনুষ্ঠানে যোগদান করেন।