অনলাইন ডেস্ক:-
নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জে একটি পুরনো দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহজাহানের (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছিলেন। এদের মধ্যে আজ সকালে শাহজাহান আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুইজন আমাদের এখানে চিকিৎসাধীন আছেন। একজনকে ঘটনা দিনই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল।
Leave a Reply