অনলাইন ডেস্ক:-
ঝালকাঠির নলছিটি উপজেলায় ধানক্ষেতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জাহিদুল খান (১২) নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে।
জাহিদুল পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গিয়ে হঠাৎ ধানখেতে পড়ে যায়। এ সময় সেখানে থাকা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান, জাহিদুলের সঙ্গে আরও কয়েকটি ছেলে ছিল। তারা জাহিদুলকে বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় স্থানীয়রা জড়ো হয়ে ধানখেতের মালিক সুমন হোসেনের বসতঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ধানখেতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে প্রেরণ করা হবে। মৃতের অভিভাবকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply