সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের আসামরাজ্যে ফের নৃশংসভাবে খুন হলেন এক যুবতী। নিহত ওই যুবতীর নাম মনোয়ারা বেগম (১৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আসামের করিমগঞ্জজেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের কালিগঞ্জ মনসাঙ্গন জিপিতে। ওই জিপির বানিয়ারগুলের দলফা গ্রামের ৬ নং ওয়ার্ডে সংগঠিত হয় খুনের ঘটনাটি। এ হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম জমিল আহমেদ (২০)। মনোয়ারা বেগমের বাবা ফকর উদ্দিন ও মা আমিনা বেগম সাংবাদিকদের জানান, আগের একটি ঝগড়ার ঘটনায় তারা সাক্ষী দেওয়ায় খুন হতে হয়েছে তাদের মেয়েকে। কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে অধ্যয়নরত। এবার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছিল। এদিন জমিলের বোন সাহিদার মারফতে জমিল তাকে ডেকে পাঠিয়েছিল। এরপরই গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাদের মেয়েকে খুন করে জমিল। এ ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অবগত করা হয় করিমগঞ্জ সদর পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ও। পুলিশ সুপার অভিযুক্ত জমিলকে নিয়ে যে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল মনোয়ারাকে, সেই অস্ত্র খোঁজে তল্লাশি চালান। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Reply