রিয়েল তন্ময়,বিনোদন প্রতিবেদকঃ-
পবিত্র মাহে রমজানের ১ম দিনে চিত্রনায়িকা নিপা সুলতানা রোজ তার ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদপুর বসিলা একটি মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ ও ইফতার বিতরণ করেন।
চিত্রনায়িকা নিপা সুলতানা রোজ বলেন, আমি আমার সমাজকল্যাণ মূলক ফাউন্ডেশন থেকে সারা রমজান মাসে গরিব ও দুঃখী মানুষদেরকে ইফতার বিতরন করাবো। আমি গরীব দুঃখিদের মানুষের পাশে সবসময় আছি এবং থাকবো। পুরো রমজান মাস মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ আরো অনেক জায়গায় ইফতার বিতরন করবো।
চিত্রনায়িকা রোজ আরো বলেন, আমার প্রতিষ্ঠিত সমাজকল্যাণ মুলক ফাউন্ডেশন। এস রোজ ফাউন্ডেশনের উদ্যোগে বাচ্চাদের হাতে তুলে দিয়েছি নতুন কোরআন শরিফ সাথে রমজানের ইফতার। এস রোজ ফাউন্ডেশনের মাধ্যমে আমি সকল সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। সকলের দোয়া কামনা করছি। সুলতানা রোজ নিপা, চেয়ারম্যান এস রোজ ফাউন্ডেশন।
আরো বলেন, একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই আমি যাই করিনা কেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।আমার জন্য সবাই দোয়া করবেন।
চিত্রনায়িকা নিপা সুলতানা রোজ এর 'বড্ড ভালোবাসি' সিনেমা গতবছরে মুক্তি পেয়েছে। এই সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছে।