সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):প্রতিনিধিঃ-
বাজার থেকে মাংস না আনায় মেজাজ হারিয়ে গলার নলি কেটে স্ত্রীকে খুন করলেন এক যুবক। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই যুগলের কন্যা সন্তান। সেই খুনের ঘটনা জানায় পুলিশকে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের। মৃত যুবতীর নাম গুড্ডু। তাঁকে খুনের অভিযুক্ত যুবকের নাম সাগির। তাঁদের তিন সন্তান রয়েছে। সোমবার সকালে বাজার থেকে মাংস না আনার জন্য স্ত্রী গুড্ডুর সঙ্গে ঝগড়া বাধে সাগির। বাকবিতণ্ডা তুমুল আকার ধারণ করে। অভিযোগ, এরপরেই মেজাজ হারিয়ে সন্তানদের সামনেই গুড্ডুকে ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে সাগির। সন্তানদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে খবর দেন। অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরাই। সামনে থেকে দেখা ঘটনার কথা পুলিশকে জানায় যুগলের কন্যা সন্তান। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাগিরকে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।