সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
আসামরাজ্যের কাছাড়জেলার শিলচরে ঘুষকান্ডে গ্রেফতার ভূমিবিবাদ নিষ্পত্তি আধিকারিক। মঙ্গলবার শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার অভিযানে ধরা পড়ল আধিকারিক মিসবা উদ্দিন লস্কর। ৩ হাজার টাকা উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। মিসবা উদ্দিন লস্কর কাছাড়জেলার সোনাইর বাসিন্দা। অপর দিকে সোমবার উৎকোচ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভিজিল্যান্সের কাছে এক কর্মী হাতেনাতে ধরা পড়ে। করিমগঞ্জের শোধারননি সদর সার্কলের কিছু কর্মীরা উৎকোচ ছাড়া কোন কাজ করতেই রাজি নন তাঁরা। এনিয়ে উত্তপ্ত হয়ে উঠে সদর সার্কল কার্যালয়। এদিন আমিন গৌতম দামের বিরুদ্ধে নামজারির জন্য ৮ হাজার টাকা উৎকোচ নিয়েছেন গৌতম, অভিযোগ তুলেছেন এক যুবতী।