সাজ্জাদ আহম্মেদ খোকন,স্টাফ রিপোর্টারঃ-
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রং মেলা নারী কল্যাণ সংস্থা ও রং মেলা যুব সংঘ’র উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনারে ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
৩০ মার্চ বৃহস্পতিবার ৭ রমজান বাদ আছর।
রংমেলা নারী কল্যাণ সংস্থা ও রং মেলা যুব সংঘ’র সভাপতি নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা’র সার্বিক তত্ত্বাবধানে দুই টাকার বিনিময়ে এ ইফতার বিতরণে এ সময় সংগঠনের অনান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি – আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান
সহ-সভাপতি- শওকত আরা খন্দকার
সাধারণ সম্পাদক -জিহাদ হাসান
যুগ্ন সাধারণ সম্পাদক – এম আর জয়
সাংগঠনিক সম্পাদক – চঁন্দ্রা মিরাজ
যুগ্ন-সাংগঠনিক সম্পাদক-রোকসানা ডলি
কোষাধ্যক্ষ – আবিদা সুলতানা
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -রাদিম করিম
নারী ও শিশু বিষয়ক সম্পাদক- সুমাইয়া অনু
প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক- সাল সাবিলসহ প্রমূখ।
এ সময় নারী উদ্যোক্তা নীলা বলেন, আমারা এ সংগঠনের মাধ্যমে আমরা শুধু নারীদের কল্যাণেই কাজ করছি না সমাজিক সেবামূলক কাজ ও সাধারণ মানুষের জন্য কাজ করে চলছি। আজ আমাদের এই ইফতার বিতরণ মানব সেবামূলক কার্যক্রমের একটি অংশ মাত্র।
Leave a Reply