সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের আসামরাজ্যের হাইলাকান্দিতে রামনবমীর সকালে এক অপ্রীতিকর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা শহরের ১০ নং ওয়ার্ডের অবস্থিত শ্রীচৈতন্য বিদ্যাপীঠ পাঠশালার পাশে স্থাপিত একটি কালী মন্দিরে গরুর পায়ের নিচের অংশ পড়ে রয়েছে দেখতে পান স্থানীয় কিছু লোকজন। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো এককাট্টা করে উদ্ধার করে। দুর্বৃত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে মন্দিরের ভিতরে পশুর হাঁড় ফেলে রেখেছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। মন্দির সহ এর পাশ্ববর্তী এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রামনবমীর পূর্ণ্যলগ্নে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যাতে অন্য মোড় না নেয় সেজন্য হাইলাকান্দিজেলা প্রশাসনের তরফে এক জরুরি বৈঠক আয়োজন করা হয়। এ বৈঠকে জেলাশাসক হিভারে নিসর্গ গৌতম ও পুলিশ সুপার নবনীত মহন্ত সর্বাবস্থায় জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। অপরদিকে এঘটনা নিয়ে হাইলাকান্দি সদর থানায় ১টি মামলা দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সঞ্জয় দে সহ আরও ৪০ জন। মামলায় তাঁরা বিস্তারিত উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি দুষ্টচক্র লিপ্ত রয়েছে। শীঘ্রই দুষ্ট চক্রকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পুলিশের কাছে।
Leave a Reply