কক্সবাজার,জেলা প্রতিনিধিঃ-
কক্সবাজার সদর মডেল থানাধীন খরুলিয়া নোয়াপাড়া এলাকার মাদক কারবারি বাদশা ইয়াবার কারবারে জড়িয়ে অঢেল সম্পদের মালিক বনে গেছেন বলে জানা যায়।
আমাদের অনুসন্ধানে এই মাদক কারবারি সিন্ডিকেটে জড়িতদের তথ্য উঠে এসেছে বাদশা ও বাদশার স্ত্রী নাসিমা আক্তার এবং বাদশার শালী ইয়াবা সুন্দরী বাবুনী@ বাবুইজ্জানী আর তার ঢাকাইয়া স্বামী নুরুউদ্দিন @শরীফ@অনিক মিলে গড়ে তুলেছেন বিশাল ইয়াবার সাম্রাজ্য।
অনুসন্ধানে জানা যায় কক্সবাজার থেকে সরাসরি ইয়াবা কেনার দায়িত্বে থাকেন বাদশা এবং মাঝে মধ্যে মায়ানমার থেকেও ইয়াবার চালান তাদের কাছে আসে এমনই তথ্য রয়েছে আমাদের অনুসন্ধানী টিমের কাছে তারপর এই ইয়াবাগুলো বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় বাবুনীর স্বামী নুরুউদ্দীনের কাছে,নুরুউদ্দীন সময় ও সুযোগ বুঝে ইয়াবাগুলো ঢাকা,নারায়ণগঞ্জের বিভিন্ন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের কাছে পৌছে দেন।
অনুসন্ধানে আরও জানা যায় যে, তারা ইয়াবা পাচার করতে গিয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন থানায় একাধিকবার ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে যান এবং কারগার থেকে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন এবং একজন কারাগারে গেলে ব্যবসার হাল ধরেন এই সিন্ডিকেটের অন্য সদস্যরা আর এভাবেই চলছে তাদের রমরমা ইয়াবার কারবার।
আমাদের অনুসন্ধানী টিমের কাছে তথ্য রয়েছে সোনারগাঁও এলাকার মৃত সাদিকুর রহমানের ছেলে নুরুউদ্দীন @ অনিক@শরীফ -এর নামে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে একাধিক মাদকের মামলা রয়েছে এবং সম্প্রতি কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে বন্দী রয়েছেন।
এই সিন্ডিকেটের প্রধান বাদশা@জাহাঙ্গীর আলম বাদশা কক্সবাজার সদর মডেল থানায় একটি মাদক মামলার পলাতক আসামী বলে জানা যায়।
(অনুসন্ধান চলমান থাকবে)