মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ প্রতিনিধিঃ-
আজ জোমাবার বেলা ৫ টার সময় টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন এলকায় সংগঠনে নব নির্বাচিত সভাপতি ফরিদ আহমদ এর সভাপতিত্বে
টেকনাফ উপজেলা ইলেক্ট্রনিক এন্ড স্যানেটারী শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে কমিটি গঠন ও ইফতার পরবর্তী আলোচনা সভায়
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, টেকনাফ উপজেলা শাখার সভাপতি- সাইফুল ইসলাম মুন্না, জাতীয় ছাত্র সমাজ, টেকনাফ উপজেলা শাখার সভাপতি- আব্দুল ওয়াজেদ আশরাফ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, জহির আহমেদ, ইমান হোসেন (ইমন) আল মদিনা ইলেকট্রনিকস এর, মোঃ রফিক, মদিনা শাপলার, ছৈয়দ আলম, বিসমিল্লাহ টাইলসের, নবী হোসেন প্রমুখ।
ইফতার পরবর্তী শেষে এই সংগঠনটির আত্মপ্রকাশ গঠে
সভায় সর্বসম্মতিক্রমে ফরিদ আহমদ সাবরাং ইউনিয়নকে সভাপতি, খায়রুল আমিন হোয়াইক্যং সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ রেজাউল করিম টেকনাফ পৌরসভা সহ-সভাপতি, মোঃ ইব্রাহীম টেকনাফ সদর সাধারণ সম্পাদক, কেফায়েত উল্লাহ টেকনাফ সদর যুগ্ম সাধারণ সম্পাদক,কেফায়েত উল্লাহ টেকনাফ পৌরসভা কোষাধ্যক্ষ, মোঃ ছলিম টেকনাফ সদর সাংগঠনিক সম্পাদক, মোজ্জামেল হোসেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইউনুস টেকনাফ সদর সমবায় বিষয়ক সম্পাদক, হাফেজ বদিউর রহমান সাবরাং ধর্মবিষয়ক সম্পাদক, শাকের মোস্তফা টেকনাফ সদর ইউনিয়ন প্রচার সম্পাদক, ইসহাক টেকনাফ সদরকে দপ্তর সম্পাদক করে একটি ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের মধ্যে যারা রয়েছেন।
১/মোহাম্মদ রফিক -আল মদিনা ইলেকট্রনিকস হাউস।
২/ ছৈয়দ আলম - মদিনা শাপলা ইলেকট্রনিকস হাউস।
৩/ শওকত আলী - সওকত ইলেকট্রনিকস।
৪/ জহির আহমেদ- আইমান হার্ডওয়্যার।
৫/ কবির আহম্মদ- জে কে হার্ডওয়্যার অ্যান্ড স্টিল।
৬/মোরশেদ- মক্কা হার্ডওয়্যার।
৭/ ফারুক আলম বাবুল- আলমগীর হার্ডওয়্যার।