সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মেয়ের পর এবার খলিস্তানিদের হুমকির শিকার হলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সংবাদ মাধ্যমে আসামের ডজনখানেক সাংবাদিকের দাবি, হিমন্তের উদ্দেশে একটি অডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন " শিখস ফর জাস্টিস " এর অন্যতম প্রতিষ্ঠাতা গুরপটবন্ত সিংহ পান্নু। সেই অডিও বার্তাটি পেয়েছেন তাঁরা। তাতে বলা হয়েছে, খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের জেলবন্দি সঙ্গীদের উপর অত্যাচার চালাচ্ছে আসাম সরকার। সে জন্য হিমন্তকে কাঠগড়ায় তোলা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, ওই অডিও বার্তায় বলা হয়েছে, আসামে জেলবন্দি খলিস্তানিদের উপর অত্যাচার করা হচ্ছে। খুব মন দিয়ে শুনুন মুখ্যমন্ত্রী শর্মা, খলিস্তানি শিখের লড়াই ভারতীয় শাসন এবং মোদির বিরুদ্ধে। এই হিংসার শরিক হবেন না শর্মা। ভারতের দখলদারি থেকে শান্তিপূর্ণভাবে খলিস্তান গণভোটের মাধ্যমে পাঞ্জাবের স্বাধীনতা চাই আমরা। আপনার সরকার যদি জেলবন্দি ৬ জনের উপর অত্যাচার চালায়, তবে আপনি দায়ী থাকবেন। শিখস ফর জাস্টিসের জেনারেল কাউন্সেল গুরপটবন্ত সিংহ পান্নুর তরফে এ বার্তা দেওয়া হল। পাঞ্জাব ওয়ারিশ দে সংগঠনের নেতা অমৃতপালের বিরুদ্ধে ১৮ ই মার্চ অভিযানে নেমে এখনও পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। যদিও অধরা রয়ে গিয়েছেন অমৃতপাল। তবে ধৃতদের মধ্যে অমৃতপালের কাকা হরজিৎ সিংহ, তাঁর দেহরক্ষী বারীন্দর সিংহ সহ ৮ জন ঘনিষ্ঠ রয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাদেরকে কড়া নিরাপত্তায় আসামের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে। অমৃত পালের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের পর ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ নানা জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন খলিস্তানপন্থীরা।হতাঁদের বিরুদ্ধে বিট্রেনে ভারতীয় হাইকমিশনে ভাঙচুর চালানোর অভিযোগ ও উঠেছে। হুমকি দেওয়া হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আমেরিকা নিবাসী মেয়ে শ্রীরত কউরকেও। এবারকি সে তালিকায় জুড়ল হিমন্তের নামও।