সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসামরাজ্যে ফের ঘুষকান্ডের ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এবার গ্রেফতার হলেন তিন ঘুষখোর সরকারি কর্মচারী। বুধবার সন্ধ্যায় ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় নগাঁও থানার উপ- পরিদর্শক (ইউ বি) সুরুজপাল হককে। পুরনো বিচারধীন মামলা নিষ্পত্তির নামে ঘুষ নেওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা গ্রেফতার করেছেন। অপরদিকে, ঘুষকান্ডের অভিযোগে বৃহস্পতিবার আবারও দুই সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক ২টি অভিযানে ঘুষ নেওয়ার সময় তাদের আটক করা হয়। নগাঁও লহকারঘাট গ্রাম পঞ্চায়েত সচিব মুকুট চন্দ্র কুমার ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে। বাড়ি মেরামতের কাজের চেক প্রদান করার জন্য ঘুষ গ্রহনের সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদিন বিশ্বনাথঘাট এফএ আহমেদ হাইস্কুলে অভিযান চালায় দুর্নীতি দমন শাখা। অভিযানে হাইস্কুলের এলডিএ মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় আনোয়ারকে।
Leave a Reply