ইউসুফ হোসেন, নাটোর, প্রতিনিধিঃ-
নাটোর নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পূনরায় দাপটের সহিত আজ আবার তার দাপ্তরিক কাজ পূনরায় শুরু করেছেন। মাঝে তার মামলা সংক্রান্ত বিষয়ে অফিস সাময়িক বন্ধ থাকলেও আজ ৯/৪/২৩ রোজ রবিবার পুনরায় জনগণকে সাথে নিয়ে আবার নতুন উদ্যোগে অফিস করা শুরু করেছেন।
তিনি বলেছেন, তিনি জনগণের সেবক।যতদিন বেঁচে থাকবেন জনগণের জন্য কাজ করে যেত চান।
সাথে থাকা জনগণ ও বিগত দিনের ভূল সুধরে নতুন করে কাজ করার আহবান জানিয়েছেন।