সুজন চক্রবর্তী, আসাম ( ভারত):প্রতিনিধিঃ-
নাবালক ছেলের হাতে খুন হলেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের শামুকতলা থানার অন্তর্গত রায়ডাক চা বাগানের লংকাপাড়া মাষ্টার লাইনের ঘটনা। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতব্যক্তির নাম সন্তোষ এক্কা। সূত্রে প্রকাশ, রবিবার সন্তোষ এক্কা ও তার নাবালক ছেলে বিনীত এক্কা বাড়িতে ছিল। সন্তোষ এক্কার স্ত্রী সাউনি তির্কি সেদিন অন্যত্র ছিলেন। অভিযোগ, রবিবার গভীর রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় বিনীত। সোমবার সাতসকালে সন্তোষ এক্কার স্ত্রী সাউনি তির্কি বাড়িতে এসে দেখেন সন্তোষ এক্কার রক্তাক্ত মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। এরপরেই খোঁজ চলতে থাকে বিনীতের। মোবাইল ফোনে বিনীতের সঙ্গে যোগাযোগ করা হলে বিনীত ফোনে তার মাকে জানায় তার বাবাকে খুন করেছে সে নিজেই। খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে নাবালক ছেলে তার বাবাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। রক্তমাখা কুড়ালটি উদ্ধার করেছে শামুকতলা পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।