সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
শুটিং চলাকালীন হঠাৎ বিস্ফোরণ সেটে। কন্নড় ছবি কেডির সেটে বোমা ফেটে গুরুতর আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সূত্রে প্রকাশ, বুধবার বেঙ্গালুরুতে কন্নড় ছবি কেডির শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন সঞ্জয়। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর। তাৎক্ষণিক অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত শুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডঃ রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। তবে কিভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। সূত্র বলছে, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। খুব তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দেওয়া হবে। ক্যান্সারের চিকিৎসার মাঝেই সঞ্জয় দত্ত ফের শুটিং ফ্লোরে ফিরেছেন। তাঁর হাতে বেশ কয়েকটি ছবি। শাহরুখের জওয়ান ছবিতেও তাঁকে দেখা যাবে। শুধু তাই নয়, হেরাফেরি-৩ তেও দেখা যাবে সঞ্জয় দত্তকে।