রিয়েল তন্ময়,বিনোদন প্রতিবেদকঃ-
দীর্ঘ ৫ বছরের প্রেমে ফাটল। প্রেমিকা ৫ বছরের মায়া ছিন্ন করে অন্য ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর বিরহ-বেদনায় কাতর প্রেমিক বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না বিষয়টা। বুকের ভেতর নোনা ব্যথা নিয়ে প্রেমিক সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করলে প্রতারক প্রেমিকাই করবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। প্রেমিকের বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এলাকায় যশ-প্রতিপত্তি, দাপট- সবই আছে। এসব কিছু উপেক্ষিত করে প্রেমিক সিদ্ধান্ত নিয়েছে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন করবে। যেই ভাবা সেই কাজ। প্ল্যাকার্ড নিয়ে বিয়ের দাবিতে বসে যায় প্রেমিকার বাড়ির সামনে। এটি বাস্তবের কোনো ঘটনা নয়। ’বিয়ের দাবিতে অনশন’ নাটকের কাহিনী এটি। নির্মাতা প্রতিষ্ঠান উজান ভাটি এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল পেজে পোস্টার প্রকাশ করে নাটকটির। চেয়ারম্যান তার মানসম্মান রক্ষায় তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে প্রেমিককে পিটিয়েও তাড়াতে পারেনি বাড়ি থেকে। শেষ পর্যন্ত কী হলো- সেটি জানতে দেখতে হবে পুরো নাটকটি। কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে। কমেডিয়ান মজার এ নাটকটি খুব তাড়াতাড়িই দেখা যাবে দেশের বেসরকারি কোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে।
নির্মাতা এ বাবুলের পরিচালনা ও চিত্রনাট্যে নাটকটি কাহিনী লিখেছেন মনিরুজ্জামান শাহীন (শেখ শাহীন)। প্রেমিক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেনকে। আর প্রেমিকা চরিত্রে সুমাইয়াকে। সুমাইয়ার বাবা- চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা। এছাড়াও অভিনয় করেছেন ইমরান হাসু, মনিরুল ইসলাম মনিসহ অনেকেই। প্রযোজনা করেছেন মোহাম্মদ মোসলেম উদ্দিন।
পরিচালক এ বাবুল বলেন, সচরাচর দেখা যায় প্রেমে প্রত্যাখাত হয়ে প্রেমিকাই প্রেমিকের বাড়িতে অনশন করে। কিন্তু নাটকটিতে কাহিনী ব্যতিক্রম। কালো চেহারার প্রেমিকের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে অবশেষে সুদর্শন ছেলের প্রেমে পড়ে প্রেমিকা। নাটকটি দর্শকরা উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
Leave a Reply