স্টাফ রিপোর্টারঃ-
বিলকিস নামে ৮০ বছরের একজন বৃদ্ধ মহিলা সিদ্ধিগঞ্জের আব্দুল আলী পুল থেকে গত ১৩ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় হারিয়ে যায়।
হারানোর সময় তার পরনে ছিল খয়রি রঙের গলায় ওড়না, শরীরে ছিল খড়ি রঙ্গের কামিজ, কোমরে ছিল সবুজ রঙের সেলোয়ার,পায়ে ছিল নীল রঙের স্যান্ডেল। আর শরীরের রং ফর্সা, মাথায় চুলগুলো সাদা-পাকা, তাহার উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি,ওজন ছিল ৩৫ কেজি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা তার ছেলে আবু তাহের একটি হারানো জিডি করেন।জিডি নং -৮০৩।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের
ঠিকানা:সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিণপাড়া আব্দুল আলীর পুল মোবাইল নং:- ০১৭৫৩১০১৩০৫
Leave a Reply