সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
সম্প্রীতির বার্তাবহন করে চলছে আসামরাজ্যের কাছাড়জেলার ধলাইয়ের বেসরকারি সংস্থা মাতৃভূমি। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের পূণ্য লগ্নে ইসলাম ধর্মাবলম্বীদের ২৫ জন অসহায় দুস্থ মহিলাদের হাতে নতুন কাপড় ও ইফতারের খাদ্য সামগ্রী তুলে দিলেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা। বৃহস্পতিবার মাতৃভূমির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায় দুস্থ মহিলাদের হাতে খাদ্য সামগ্রী ও শাড়ি বিতরণ করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাংশু দাস, শংকর ভট্টাচার্য, অশোক কুমার দাস, বাবুল পাল, সুদীপ বিশ্বাস, পুরবী তালুকদার, প্রদীপ পাল, প্রাঞ্জল পুরকায়স্থ প্রমূখ। তাদের এই মহৎ কাজে সবাই প্রশংসা করেন।
Leave a Reply