মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-
পটুয়াখালীর গলাচিপায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম মিয়া, উলানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, আমখোলা হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন। মনে রাখবেন আমাদের সন্তানদের মান সম্মত শিক্ষা ও দক্ষ করে গড়ে তুলতে নকল থেকে দূরে রাখতে হবে। এই সময় থেকেই পরীক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যতে ওরা দেশের সম্পদে পরিনত হবে।
Leave a Reply