সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
গরুর বাছুর ঘিরে চাঞ্চল্য ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে। বাছুরের মানুষের মতো পাঁচটি আঙ্গুল। আর এই খবর এলাকায় প্রচার হতেই ভিড় জমাতে শুরু করেছে হাজার হাজার মানুষ। গরুর বাছুর তো সকলেই দেখেছেন তবে চার পায়ের পাশাপাশি মানুষের পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাতওয়ালা বাছুর। এমন এক অদ্ভুত রকমের ঘটনা ঘটলো জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে। ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া এলাকার পরেশ মন্ডলের বাড়িতে একটি গাভী এমনই এক বাছুরের জন্ম দিয়েছে। সব ঠিকঠাক থাকলেও পিঠের উপর থেকে বের হয়েছে পাঁচ আঙ্গুল বিশিষ্ট একটি হাত। এই অলৌকিক কান্ড দেখতে আশেপাশের প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন সেই বাড়িতে। এদিকে গাভী ও বাছুর দুজনেই সুস্থ আছেন। গোটা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য দেখার জন্য আসছেন ছুটে, একবার তা দেখতে জনগণ এবং মুঠোফোন বন্দি করতে।
Leave a Reply