সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
আগামী ১০ই মে ভারতের কর্ণাটকে বিধানসভার নির্বাচন আসন্ন। ১৩ই মে নির্বাচনের ফলাফল ঘোষণা। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা চরমে। এই অবস্থায় দক্ষিণের রাজ্যে গেরুয়া শিবিরের হয়ে ব্যাটন ধরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের ” বিষাক্ত সাপ” মন্তব্যকে হাতিয়ার করলেন তিনি। নমোর অভিযোগ, মোট ৯১ বার কংগ্রেস নেতারা গালিগালাজ করেছে তাঁকে। যদিও এই বিরোধিতা পরোয়া করেন না তিনি। আগের মতোই কর্ণাটকের মানুষের জন্য উন্নয়নের কাজ চালিয়ে যাবেন। এদিন কর্ণাটকের বিদর জেলায় হুমনাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি বলেন, ” কংগ্রেস আবারও আমাকে গালি দিতে শুরু করেছে। এখন পর্যন্ত তারা আমাকে ৯১ বার গালিগালাজ করেছে। কংগ্রেস আমাকে গালিগালাজ করুক, আমি কর্ণাটকের মানুষের জন্য কাজ করে যাব।” উল্লেখ্য, বৃহস্পতিবার কালবুর্গিতে প্রচার মঞ্চ থেকে মোদিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। ছুঁলেই মৃত্যু কটাক্ষ করেন তিনি। যদিও পরে দাবি করেন, বিজেপির নীতিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন, ভুল ব্যাখ্যা হয়েছে। শনিবার খড়গের মন্তব্য টেনে মোদির দাবি, বিআর আম্বেদকর, বীর সাভারকরকে গালি দিয়েছে কংগ্রেস। তাঁর অভিযোগ, আম্বেদকরকে রাক্ষস, রাষ্ট্রদ্রোহী বলতে ছাড়েনি কর্ণাটকের প্রধান বিরোধী দল। কটাক্ষ করেন, যত গালি দেবে, তত পদ্ম ফুটবে। রাহুল গান্ধীর দলকে আক্রমণ করে মোদি বলেন, যাঁরা সাধারণ মানুষের কথা বলে, যাঁরা তাঁদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কংগ্রেস তাঁদের ঘৃণা করে।” কৃষকদের ঋন মকুব নিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতিকে ” নাটক” আখ্যা দেন তিনি। কর্ণাটক সরকারের আমলে রাজ্যে রেকর্ড বিনিয়োগ হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
Leave a Reply