সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি, কেউ বা একটি দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এই ব্যর্থতা মেনে নিতে পারেননি একাদশ - দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। ফলাফল বের হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে পরপর ৯ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর মিলল ভারতের অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে। গত কয়েক মাসে এনিয়ে সেখানে অনেক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। যার জেরে পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বুধবার অন্ধ্রের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা যায়, একাদশ শ্রেনীতে পাশের হার মাত্র ৬১ শতাংশ, দ্বাদশ শ্রেনীতে তা একটু বেশি, ৭২ শতাংশ। দুই মিলিয়ে মোট ১০ লক্ষ পরীক্ষার্থী ছিল। তাদের অনেকেই পাশ করতে পারেনি। তারা সেই হতাশা থেকেই নিজেদের শেষ করে দিয়েছে ৯ ছাত্রছাত্রী। শ্রীকাকুলামে চলল্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বিতরুণ নামে ১৭ বছরের এককিশোর। পরিবার সূত্রে প্রকাশ, ছেলেটি ইন্টামিডিয়েটে অধিকাংশ বিষয়ে পাশ করতে পারেননি। তাই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। এছাড়া ত্রিনাধাপুরম, কাঞ্চারাপালেমে একছাত্র ও এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। একইভাবে চিত্তুর, আনাকাপল্লি সহ একাধিক এলাকা থেকে ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া যায়। সবমিলিয়ে ৯ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। আত্মহত্যার ঘটনায় পরীক্ষা ব্যবস্থা ও উচ্চ শিক্ষায় সামগ্রিক পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।